IQNA

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় সিরিয়ার প্রতিনিধির সাফল্য

19:52 - October 08, 2017
সংবাদ: 2604015
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে সিরিয়ার প্রতিনিধি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
তুরস্কে কুরআন প্রতিযোগিতায় সিরিয়ার প্রতিনিধির সাফল্য
বার্তা সংস্থা ইকনা: তুরস্কে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার হেফজ বিভাগে সিরিয়ার প্রতিনিধি 'মাহদীয়া আক্বিল' দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

নারীদের জন্য অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ড তুরস্কের আদিমণ শহরের পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত রাউন্ডে কোনিয়া, স্যামসন, আঙ্কারা, এলিজাবেথ এবং দিয়েরবাকির রাজ্যে প্রতিনিধিগণসহ তুরস্কের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বেঞ্জামিন অ্যালবারক, আদিমণ শহরের মুফতি 'মুহাম্মাদ আলী উজতার্ক' এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১১ জন চূড়ান্ত রাউন্ডে উত্তীর্ণ হন।

তুরস্কের প্রতিনিধি মাহদীয়া আক্বীল পুরস্কার গ্রহণ করার পর সন্তোষ প্রকাশ করে প্রতিযোগীর আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, সিরিয়ার আলেপ্পো প্রদেশের বাব শহরে মাহদীয়া আকিলের জন্মস্থান। তবে বর্তমানে তিনি তুরস্কের আল-আযিগ প্রদেশে জীবন যাপন করছেন। সম্পূর্ণ কুরআনের হাফেজ মাহদীয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছেন।

iqna

তুরস্কে কুরআন প্রতিযোগিতায় সিরিয়ার প্রতিনিধির সাফল্য

captcha