IQNA

পশ্চিম তীরে নতুন বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল

17:34 - October 09, 2017
সংবাদ: 2604023
আন্তর্জাতিক ডেস্ক: করে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধ উপমন্ত্রী এলি বিন দাহান বলেছে, ইহুদীদের ঈদের বন্ধের পর পশ্চিম তীরে হাজার হাজার নতুন বসতি নির্মাণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: দাহান আরও বলেছে: ৩ হাজার বসতি রামাল্লার উত্তরাঞ্চলে নির্মাণ করা হবে।
এছাড়া,  ইসরাইলের চ্যানেল-২ জানিয়েছে, ৩,৮২৯টি বসতি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সংবাদ মাধ্যমটিতে আরো বলা হয়েছে, এসব বসতি অধিকৃত পশ্চিম তীরের নেগোবত রেহালিম, হার ব্রাসা, কোসাভসহ আরো বিভিন্ন বসতি কেন্দ্রে নির্মাণ করা হবে।  
১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের পর ইসরাইল এ পর্যন্ত সেখানে ২৩০টি অবৈধ বসতিস্থাপন নির্মাণ । এসব বসতিতে ছয় লাখ ইসরাইলি বসবাস করছে।
ইসরাইলের নতুন বসতি স্থাপনের পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী হিসেবে আখ্যায়িত করে এ নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক সমাজ। এছাড়া, এসব অবৈধ বসতিস্থাপন ফিলিস্তিন-ইসরাইল সংকট নিরসনের লক্ষ্যে সম্ভাব্য দুই-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে হুমকির মধ্যে ফেলবে মনে করা হচ্ছে।
iqna



ট্যাগ্সসমূহ: ইসরাইল ، ইহুদি ، ইকনা ، হুমকি
captcha