IQNA

সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে: হিজবুল্লাহ

20:43 - June 30, 2018
সংবাদ: 2606099
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষের অনুকূলে বদলে যাচ্ছে এবং সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলো নির্মূল হওয়ার পথে রয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: তিনি শুক্রবার রাজধানী বৈরুত থেকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বলেন, যারা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি থেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাদের দিন ফুরিয়ে এসেছে।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, সিরিয়ার চলমান সংঘর্ষের পরিণতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যত নির্ধারণ করবে। দেশটির দক্ষিণাঞ্চলে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর নির্মূল হয়ে যাওয়ার আলামত স্পষ্ট হয়েছে বলে তিনি জানান।

সাইয়্যেদ নাসরুল্লাহ সিরিয়ার শরণার্থীদেরকে স্বেচ্ছায় তাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, এ ব্যাপারে সিরিয়ার সরকার ও শরণার্থীদের সহায়তা দিতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

সিরিয়া সীমান্তে ইরাকের জনপ্রিয় ‘হাশদ আশ-শাবি’ গণবাহিনীর ওপর সাম্প্রতিক বিমান হামলার কথা উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, ওই বর্বরোচিত হামলার কঠোর জবাব দেয়া হবে।  

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার সঙ্গে ফিলিস্তিনি সংকটের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইল বিরোধী প্রতিরোধ অক্ষকে দুর্বল করে ফেলার লক্ষ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

iqna

captcha