বার্তা সংস্থা ইকনা: গত সপ্তাহে জাতিসংঘ তাদের বিবৃতিতে জানায়, তীব্র গোলাবর্ষণের কারণে এক লাখ ৬০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। এর অধিকাংশই ইসরাইল ও জর্ডান সীমান্তের বিভিন্ন অঞ্চল ও গ্রামগুলোতে আশ্রয় নিয়েছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) জর্ডানের মুখপাত্র মোহাম্মদ হাওয়ারি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ায় বাস্তুহারা মানুষের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এটাই সাম্প্রতিক তথ্য।
দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান কয়েক লাখ সিরিয়ান শরণার্থী গ্রহণ করে। কিন্তু পার্শ্ববর্তী আরেকটি দেশ ইসরাইল গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, জাহাজে পাঠানো সাহায্য জর্ডান সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।