IQNA

ইউরোপের সাংস্কৃতিক রাজধানীতে মসজিদ নির্মাণ

23:53 - September 11, 2018
সংবাদ: 2606691
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ফ্লোরেন্সে মসজিদ নির্মাণের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়েছে।

আজ সেই ভয়াল ‘নাইন-ইলেভেন’
বার্তা সংস্থা ইকনা: ফ্লোরেন্স শহরে ১১ হাজার বর্গ মিটার এলাকায় একটি নতুন মসজিদ নির্মাণ করা হবে।
মসজিদটি নির্মাণের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে সেটি মূলত একটি গির্জার অংশ। উক্ত শহরে আসমানি গ্রন্থ প্রাপ্ত ধর্মসমূহের মধ্যে আন্তঃধর্মীয় বৈঠক হওয়ার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই বৈঠক ইসলামিক ওয়ার্ল্ড ফোরামের মহাসচিব "মুহাম্মাদ বিন আব্দুল করিম আল-ঈসা", ফ্লোরেন্স শহরের মেয়র, চার্চ কার্ডিনাল এবং ইহুদি রব্বি উপস্থিত ছিলেন।
ইতালির কেন্দ্রীয় শহর ফ্লোরেন্সে এটিই প্রথম মসজিদ, অবশ্য ইতালির অন্যান্য শহরে অনেক মসজিদ রয়েছে।
ইউরোপে ক্রমবর্ধমান মুসলিম অভিবাসনের ফলে দেশটিতে মসজিদ নির্মাণের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
iqna

 

captcha