IQNA

আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশে ইসরাইলি বাধা + ছবি

21:54 - May 31, 2019
সংবাদ: 2608643
আন্তর্জাতিক ডেস্ক: জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক শহীদ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ১৬ বছর বয়সী আব্দুল্লাহ গেইস রমজানের শেষ জুমার নামাজে যাবার পথে বেথেলহামে পৌঁছলে ইসরাইলি সেনারা গুলি করে। গুলিবিদ্ধ গেইস ঘটনাস্থলেই প্রাণ হারায়। ইসরাইলি সেনারা এর আগেও আরেক ফিলিস্তিনি যুবককে শহীদ করেছে। দুই ইহুদিবাদী সেনার ওপর হামলার মিথ্যা অজুহাতে ওই যুবককে হত্যা করেছে তারা।

এদিকে হাজার হাজার মুসল্লি আজ কুদস দিবস উপলক্ষে মাসজিদুল আকসায় সমবেত হয়েছে। এ সময় ইহুদিবাদী সেনাদের কড়া নিরাপত্তার মুখোমুখি পড়তে হয়েছে মুসল্লিদের। ইহুদিবাদী সেনারা প্রাচীন উপশহরসহ মাসজিদুল আকসার সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে। শত শত ইসরাইলি সেনা মোতায়েন করা হয়েছে। বাবুল আমুদ এলাকায় জনগণের চলাচল বন্ধ করে দিয়ে সামরিক শাসনের মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।  iqna

captcha