IQNA

দুই মুসলমানের সাহসের প্রশংসা করল নরওয়ের পুলিশ

23:21 - August 19, 2019
সংবাদ: 2609108
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোয়ের উপকণ্ঠে বাইরোম এলাকার একটি মসজিদে সাম্প্রতিক হামলার সময় দুই জন মুসলমান সাহসীভাবে আক্রমণকারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। তাদের এই সাহসের প্রশংসা করেছে সেদেশের পুলিশ।

বার্তা সংস্থা ইকনা: ফিলিপ মানহাউস নামের এক সন্ত্রাসী অস্ত্র হাতে নিয়ে মসজিদে এই হামলা চালায়। সাহসী ভূমিকা দেখিয়ে সন্ত্রাসীর এই হামলা রুখে দিয়েছেন ৬৫ বছরের মুহাম্মাদ রফিক এবং ৭০ বছরের মুহাম্মাদ ইকবাল জাভ।
সিটি পুলিশ চিফ ব্রিট গ্যাংগাহ কারাঙ্গ তাদের দু'জনের সাহসের জন্য ভূয়সী প্রশংসা করে বলেছেন, তাদের এই সাহসী ভূমিকার জন্য অনেক মুসল্লির জীবন রক্ষা পেয়েছে।
২১ বছরের সন্ত্রাসী ফিলিপ মানহাউস গত সপ্তাহের শনিবার আল নুর মসজিদে সশস্ত্র হামলা চালিয়েছে। তবে হামলার শুরুতেই মুহাম্মাদ রফিক এবং মুহাম্মাদ ইকবাল তার হামলায় বাধা সৃষ্টি করে তাকে আটক করে এবং পরবর্তীতে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করে।  iqna

 

captcha