IQNA

ভারতে মুসলমানরা কারও দয়ায় বসবাস করেন না : ওয়াইসি

1:25 - October 16, 2019
সংবাদ: 2609444
আন্তর্জাতিক ডেস্ক: অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতে মুসলমানরা কংগ্রেস কিংবা কারও দয়ায় বসবাস করেন না। তারা তাদের সাংবিধানিক অধিকার বলে এখানে বসবাস করছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহারাষ্ট্র রাজ্যের নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে তিনি এসব কথা বলেন। খবর এনডিটিভির।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে ওয়াইসি বলেন, জাহাজের একজন ক্যাপ্টেন সবসময় ডুবন্ত জাহাজ থেকে সবাইকে নিরাপদে নামিয়ে দেয়ার পর নিজের চিন্তা করেন। কিন্তু রাহুল এমন এক ক্যাপ্টেন, যিনি ডুবন্ত জাহাজ থেকে সবার আগে লাফ দিয়ে নেমে গেছেন।

আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, বিজেপি সরকার এখন মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়েও খবরদারি করছে। তিন তালাকের মতো ইসলামী বিধানকে নিয়ে রীতিমতো নিজেদের মনগড়া আইন চাপিয়ে দেয়া হচ্ছে। ৭০ বছর ধরে আমরা ভারতে কারও দয়ায় বসবাস করছি না। সাংবিধানিক অধিকারের বলেই আছি। fateh24

captcha