IQNA

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.): ইরানসহ বিভিন্ন দেশে ইসলামি ঐক্য সপ্তাহ শুরু

0:28 - November 11, 2019
সংবাদ: 2609609
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে আজ (রোববার) থেকে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি ঐক্য সপ্তাহ শুরু হয়েছে। ইরানে এ উপলক্ষে সভা-সেমিনারসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কোনো কোনো বর্ণনায় এসেছে, খ্রিস্টীয় ৫৭০ সালের এ দিনে (১২ই রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) জন্মগ্রহণ করেন। অবশ্য বিশ্বনবী (সা.)’র পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.)’র জন্মদিন ১৭ই রবিউল আউয়াল।

মহানবীর জন্মতারিখ কেন্দ্রিক মতপার্থক্যকে দূরে ঠেলে মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি (র.) ১২ রবিউল আওয়াল থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামি ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেন। গত কয়েক দশক ধরে এই ঐক্য সপ্তাহ শিয়া ও সুন্নি মুসলমানের মধ্যে ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

ইরানে এ বছরও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৪ থেকে ১৬ নভ্ম্বের অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন। ৩১তম এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আলেমরা যোগ দেবেন। সম্মেলন উদ্বোধন করবেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। পার্সটুডে

captcha