IQNA

জেরুজালেমে ১৪০টি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

11:41 - November 19, 2019
সংবাদ: 2609661
আন্তর্জাতিক ডেস্ক: এক মানবাধিকার সংস্থা ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইল চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত জেরুজালেমে ফিলিস্তিনিবাসীদের ১৪০টি বাড়ি ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরাইল ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জেরুজালেমে প্রায় ৫৪টি বাড়ি ধ্বংস করেছে এবং ২০১৯ সালের জরিপে দেখা যায় যে, বিগত ১৪ বছরের তুলনায় এই বছরে তিনগুণ বাড়ি ধ্বংস করেছে।
মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী, যায়নবাদীরা ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের মোট ৯৬৪টি বাড়ি ধ্বংস করেছে। এর ফলে ৩১১৮ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত ও গৃহহীন হয়েছে।
এই মানবাধিকার সংস্থা আরও উল্লেখ করেছে: ইসরাইলের রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে, ফিলিস্তিনের জেরুজালেমের পূর্বাঞ্চলীয় বাসীদের ওপর কঠোরতা প্রণয়ন করা এবং তাদেরকে নিজ শহর ত্যাগ করতে বাধ্য করা। যাতেকরে ইহুদিরা লাভবান হয়।
ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর বিশেষ করে জেরুজালেম দখল করেছে। যায়নবাদীরা দাবী করেছে যে, তাদের সামরিক ঘাটির নিকটে ফিলিস্তিনিরা অবৈধ বসতি নির্মাণ করে সেখানে বসবাস করছে।
এই অঞ্চলের ফিলিস্তিনিরা অন্য কোন স্থানে গৃহ নির্মাণ করতে পারছে না। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে বাড়ি নির্মাণ করার অধিকার ইহুদিবাদী ইসরাইল ছিনিয়ে নিয়েছে।
এ ব্যাপারে গবেষকগণ বলেছেন: ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল নতুন করে এসকল স্থানে নিজেদের বসতি নির্মাণ করবে।  iqna

 

captcha