IQNA

করোনাভাইরাসের ব্যাপারে জনগণের প্রতি সর্বোচ্চ নেতার পরামর্শ

23:19 - March 03, 2020
সংবাদ: 2610343
তেহরান (ইকনা)- ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী দূষণ প্রতিরোধ ও প্রতিরোধ সম্পর্কিত কর্তৃপক্ষের সুপারিশ এবং নির্দেশাবলী পালন করার উপর জোর দিয়ে বলেছেন: এই নির্দেশাবলী লঙ্ঘন করা উচিত নয়, কারণ আল্লাহতায়ালা নিজের এবং অন্যদের সুস্থতার ব্যাপারে মানুষকে দায়িত্বশীল করেছেন। সুতরাং যা কিছু এই সমাজকে সুস্থ রাখতে ও করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে তা সওয়াব এবং যা কিছু এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখবে তা পাপ হিসেবে গণ্য হবে।

বৃক্ষ দিবস এবং প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আজ সকালে ফলজ বৃক্ষের দু'টি চারা রোপণের পর এ কথা বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনেয়ী তার বক্তৃতায় বৃক্ষ রোপণকে আশীর্বাদমূলক পদক্ষেপ বলে অভিহিত করে সম্প্রতি সময় দেশের অভ্যন্তরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে বলেন: আমি এর আগেও নার্স এবং চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। আবারও এসকল প্রিয়জনদের ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে, তারা মহান আল্লাহর পথে জিহাদ (চিকিৎসা সেবা) করছে।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে ডাক্তার এবং নার্সদের প্রচেষ্টা ও নিবেদনকে শিক্ষণীয় উদাহরণ, মানবিক দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতিবদ্ধ হিসাবে গণ্য করে বলেন: চিকিৎসক, নার্স এবং সমস্ত চিকিৎসক এজেন্টদের পরিবারকেও ধন্যবাদ জানায়। কারণ তারা ধৈর্য সহকারে চব্বিশ ঘণ্টা তাদের প্রিয়জনদের পাশেই আছেন।


তিনি রোগীদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করার পাশাপাশি এই রোগে নিহতদের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত চেয়েছেন এবং বেঁচে যাওয়া ব্যক্তির জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিভিন্ন পরামর্শ ব্যক্ত করেন।

আয়াতুল্লাহ আলী খামেনেয়ী দূষণ প্রতিরোধের ব্যাপারে চিকিৎসকদের সুপারিশ এবং নির্দেশাবলী পালন করার উপর জোর দিয়ে বলেন: চিকিৎসকদের এই নির্দেশাবলী লঙ্ঘন করা উচিত নয়, কারণ আল্লাহতায়ালা নিজের এবং অন্যদের সুস্থতার ব্যাপারে মানুষকে দায়িত্বশীল করেছেন। সুতরাং যা কিছু এই সমাজকে সুস্থ রাখতে ও করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে তা সওয়াব এবং যা কিছু এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে ভূমিকা রাখবে তা পাপ হিসেবে গণ্য হবে।

সর্বোচ্চ নেতা অন্য এক সুপারিশে সকলকে মহান আল্লাহর উপর ভরসা রাখার উপর গুরুত্বারোপ করে বলেছেন: অবশ্য, এই বিপর্যয় ততটা বড় নয়, এর থেকেও বড় বিপর্যয় রয়েছে। তবে আমি পবিত্র হৃদয়ের যুবক এবং ধার্মিক ব্যক্তিদের দোয়ার ব্যাপারে অনেক আশাবাদী। কারণ, মহান আল্লাহর নিকট প্রার্থনা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমামগণের (আ.) নিকট হতে সুপারিশ ও সাহায্যের আবেদনের মাধ্যমে অনেক সমস্যা সমাধান হয়।

তিনি বলেন: সাহিফা সাজ্জাদিয়া’র সপ্তম দোয়া অতি সুন্দর একটি দোয়া। এই দোয়ার সুন্দর বাক্য সমূহের মাধ্যমে আমরা মহান আল্লাহর সাথে কথা বলতে পারি।

এছাড়াও হযরত আয়াতুল্লাহ খামেনেয়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্তর্গত দেশের সকল প্রতিষ্ঠান ও কর্মীদের সহযোগিতা ও সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন: সশস্ত্র বাহিনী এবং রাহবারের দপ্তরের সাথে যুক্ত ইউনিটগুলোও এক কাজে নিয়োজিত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, বিশ্বের অনেক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইরানের কর্মকর্তারা প্রথম থেকেই এ বিষয়ে আন্তরিকতা, সততা এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করেছেন, মানুষের সামনে সত্য তথ্য তুলে ধরেছেন। কিন্তু কোনো কোনো দেশ এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে। অবশ্যই, আমরা এই ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য মহান আল্লাহর নিকটে দোয়া করি, যেন তারা দ্রুত সুস্থ হয়ে যায়।
তিনি এই ঘটনাটিকে একটি ক্ষণস্থায়ী ও অস্বাভাবিক সমস্যা হিসাবে বিবেচনা করে বলেছেন: অবশ্যই, আমি এই বিষয়টি অতি ক্ষুদ্র করে দেখতে চাই না, তবে এটিকে এতো বড় করাও উচিত নয়। এই বিষয়টি দেশে বেশ কিছু দিন যাবত বিরাজ করবে, তবে দীর্ঘ দিন থাকবে না। পরিশেষে নিরাময় হবে।

ইরানের কিছু অধিবাসীদের দানশীলতা এবং স্বাস্থ্য সামগ্রী বিতরণের দিকে দৃষ্টিপাত করে আয়াতুল্লাহ আলী খামেনেয়ী বলেন: এধরণের কাজ অতি উত্তম এবং এধরনের কাজের মাধ্যমে মুসিবতসমূহ আশীর্বাদ ও সুযোগে পরিণত হয়। আমরা আশাকরি ইরানের প্রিয় জনগণের বিজয় অতি সন্নিকটে। iqna

করোনাভাইরাসের ব্যাপারে জনগণের প্রতি সর্বোচ্চ নেতার পরামর্শ

বৃক্ষ দিবস এবং প্রাকৃতিক সম্পদ সপ্তাহ উপলক্ষে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার বৃক্ষরোপন

captcha