IQNA

তিউনিসিয়ায় দায়েশের সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ

20:27 - April 01, 2020
সংবাদ: 2610520
তেহরান (ইকনা)- তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আসন্ন পবিত্র রমজান মাসে সন্ত্রাসী অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু দেশের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের এই পরিকল্পনা নস্যাৎ করেছে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: সন্ত্রাসীরা পবিত্র রমজান মাসে একজন তাকফিরি সন্ত্রাসী দ্বারা এই সন্ত্রাসী অভিযান চালাতে চেয়েছিল।

এই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে: এই সন্ত্রাসী তিউনিসিয়ার কাউন্টার টেরোরিজম সেন্ট্রাল ব্যুরো কর্তৃক গ্রেপ্তারের পূর্বে বিস্ফোরক তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং সরঞ্জাম ক্রয় করেছে।

বিবৃতি অনুযায়ী, এই তাকফিরি সন্ত্রাসী দেশটিতে করোনার বিরুদ্ধে জরুরি অবস্থা চলাকালীন সময়ে আসন্ন রমজান মাসে সন্ত্রাসী অভিযান চালাতে চেয়েছিল।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময়ে এই লোকটি বোমা ও গ্রেনেড তৈরিতে দক্ষ এমন দু’জন ব্যক্তির সাথে তার যোগাযোগ থাকার কথা স্বীকার করেছে। এই দু’জন ব্যক্তিও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সদস্য।

সন্ত্রাসীরা এই অভিযানের মাধ্যমে তিউনিসিয়ার নিরাপত্তা সংস্থাগুলো এবং গুরুত্বপূর্ণ ইন্সটলেশনে আঘাত করতে চেয়েছিল।  iqna

 

captcha