IQNA

ভিডিও | পিতা-মাতার সাথে সদাচারের আলোকে সিরিয়ার ক্বারির তিলাওয়াত

16:12 - May 08, 2020
সংবাদ: 2610742
তেহরান (ইকনা)- সিরিয়ার ক্বারি “শাইখ আইয়াদ বাসাম মেহেরেহ” পিতা-মাতার সাথে সদাচারের আলোকে আয়াত তিলাওয়াত করেছেন। তার এই তিলাওয়াতটি নূলুশ শামস চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।

সিরিয়ার যুবক ক্বারি শাইখ আইয়াদ বাসাম পবিত্র কুরআনের ১৫তম পারার সূরা বনী ইসরাইলের ২৩ থেকে ২৮ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।
পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের ক্বারিদের কুরআন তিলাওয়াত প্রচারের জন্য কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা প্রস্তুত রয়েছে।

۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا
۞ وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
۞رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ ۚ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا
۞ وَآتِ ذَا الْقُرْبَىٰ حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
۞ إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ ۖ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا
۞وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِنْ رَبِّكَ تَرْجُوهَا فَقُلْ لَهُمْ قَوْلًا مَيْسُورًا

(২৩) তোমার প্রতিপালক নিশ্চিত বিধান প্রদান করেছেন যে, তাঁকে ব্যতীত অন্য কারও উপাসনা করবে না এবং পিতা-মাতার সাথে সদাচার করবে; যদি তাঁদের মধ্যে একজন বা উভয়েই তোমার সম্মুখে বার্ধক্যে উপনীত হন, তবে তাঁদেরকে ‘উফ্’ (ন্যূনতম অসম্মানজনক কথা) পর্যন্ত বলবে না, আর তাদের ধমক দিয়ে (ও ভর্ৎসনা করে) তাড়িয়ে দিও না এবং তাদের সাথে সম্মানসূচক (মমতাপূর্ণ) কথা বলবে।  (২৪) এবং তাঁদের সম্মুখে বিনয়-নম্র হয়ে নিজের কাঁধ নত করে দেবে এবং বলবে (তাঁদের জন্য প্রার্থনা করতে থাকবে), ‘হে আমার প্রতিপালক! তাঁদের উভয়ের প্রতি করুণা কর, যেরূপে শৈশবে তাঁরা আমাকে প্রতিপালন করেছিলেন।’ (২৫) তোমাদের অন্তরে যা কিছু আছে তোমাদের প্রতিপালক তা সর্বাধিক অবহিত; যদি তোমরা প্রকৃত অর্থে সৎকর্মপরায়ণ হও, তবে তিনি তওবাকারীদের প্রতি অতিশয় ক্ষমাশীল। (২৬) এবং পরমাত্মীয়, অভাবগ্রস্ত এবং নিঃস্ব পথচারীদের তাদের প্রাপ্য প্রদান কর; এবং কোন প্রকারেই অপচয় কর না। (২৭) নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (২৮) এবং যদি তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের প্রতীক্ষায় –যার তুমি আকাঙ্ক্ষী- তাদের (অভাবীদের) হতে মুখ ফিরিয়ে নাও, তবে তাদের সাথে কোমল স্বরে কথা বল।


iqna

 

captcha