IQNA

সউদী আরবে ঈদের নামাজ নয়, মাইকে তাকবির প্রচারের অনুমতি দিলো সরকার

5:46 - May 24, 2020
সংবাদ: 2610835
তেহরান (ইকনা): করোনাভাইরাস মহামারী বিস্তার প্রতিরোধে নাগরিকদের নিরাপত্তার জন্য ঈদের নামাজ নিষিদ্ধ করেছে সউদী আরব। তবে মসজিদের মাইকে তাকবির প্রচার করা যাবে বলে অনুমতি দিয়েছে দেশটি। -আল আরাবিয়া

সউদী আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী শাইখ ড. আবদুল লতিফ বিন আব্দুল আজিজ আল শাইখ আল আরাবিয়াকে জানিয়েছেন, দেশের সব মসজিদের মুয়াজ্জিনদের কাছে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে চলতি বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করা নিষিদ্ধ করা হয়েছে। তবে ঈদের দিন ফজরের নামাজের পর মসজিদের মাইক থেকে উচ্চস্বরে তাকবীর প্রচার করা যাবে।

এদিকে কাতার , তুরস্ক , ওমান , ফিলিস্তিন , আরব আমিরাত ও ইরাকসহ অনেক মুসলিম দেশে এবার ঈদুল ফিতরের নামাজ নিষিদ্ধ করা হয়েছে। স উদী আরবে শুক্রবার সাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় , দেশটিতে ৩০ রোজা পূর্ণ হবে এবং রবিবার ঈদ অনুষ্ঠিত হবে ।

সূত্র: dailyinqilab

captcha