IQNA

ইরাকে ছিটকে পড়ল মার্কিন সামরিক বিমান; ৪ সেনা আহত

19:43 - June 09, 2020
সংবাদ: 2610933
তেহরান (ইকনা): ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আল-তাজি বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান সি-১৩০ দুর্ঘটনার কবলে পড়েছে। এর ফলে অন্তত চারজন আহত হয়েছে।

মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র মাইলস বেকিংস বলেছেন, আজ তাজি বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেয়েছে। এর ফলে চার মার্কিন সেনা আহত হয়েছে।

ইরাকে মার্কিন সেনাদের বহিষ্কারের দাবি জোরদার হওয়ার একই সময়ে এ ঘটনা ঘটল।

ইরাকের অনেক নেতাই বলেছেন, সেদেশে বিদেশি সেনার দরকার নেই। দ্রুত বিদেশি সেনাদের চলে যাওয়া উচিত। ইরাকি সংসদও মার্কিন সেনাদের বহিষ্কারের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করেছে।
সূত্র: পার্সটুডে

captcha