IQNA

নিউ ইয়র্কে দায়েশকে সহযোগিতা করার কথা স্বীকার করল এক আমেরিকান

20:10 - August 12, 2020
সংবাদ: 2611305
তেহরান (ইকনা): আমেরিকান এক নাগরিক ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে স্বীকার করেছে যে, সে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল।

এছাড়াও আমেরিকান এই নাগরিক অনলাইনে বোমা তৈরির নির্দেশাবলী এবং দায়েশের সমর্থকদের নিউইয়র্ক সিটিতে সন্ত্রাসী হামলা চালাতে উৎসাহিত করেছে।

মার্কিন বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে: ৪১ বছর বয়সী জখারি ক্লার্ক ১০ই আগস্ট একটি বিদেশী সন্ত্রাসী সংগঠনকে স্পন্সর করার চেষ্টা করেছে বলে নিজের দোষ স্বীকার করেছে।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে: জখারি ক্লার্ক আদালতে স্বীকার করেছে যে, সে দায়েশ সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে এবং নিউইয়র্কের জনগণ উপর ও বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ করার আহ্বান জানিয়েছে।

ক্লার্ককে গত বছরের নভেম্বরের শেষ দিকে দায়েশের বিজ্ঞাপন প্রচার এবং সমর্থকদের উৎসাহিত করার অভিযোগে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্লার্ক যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে ২০ বছরের কারাদণ্ডের দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লার্কের বিচারের তারিখ ৯ম ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। iqna

 

captcha