IQNA

ইরাকে মার্কিন সামরিক বহরে বোমা বিস্ফোরণ

20:45 - September 03, 2020
সংবাদ: 2611418
তেহরান (ইকনা): ইরাকের বাবিল শহরে মার্কিন সামরিক বহরের যাত্রাপথে বোমা বিস্ফোরিত হয়েছে। সামরিক বহর যাওয়ার সময় রাস্তার পথে পুতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে।

ইরাকি সেনাবাহিনীর সামরিক তথ্য গ্রুপ একটি বিবৃতিতে জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদিত একটি সামরিক বহরে বোমা হামলা চালানো হয়েছে।

এই বিবৃতিতে বলা হয়েছে: বাবিল প্রদেশের একটি হাইওয়েতে সৌদির আওতাধীন একটি নগর পরিবহন সংস্থার গাড়িতে এই বিস্ফোরণ হয়েছে।

ইরাকি সেনাবাহিনীর সামরিক তথ্য গ্রুপ গুরুত্বারোপ করে বলেছে: এই গাড়িটি মার্কিন সামরিক বহরের পিছনে চলছিল এবং পথিমধ্যে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের ফলে এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। iqna

captcha