IQNA

বিভিন্ন মসজিদে হামলা চালানোর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত ১২ সন্ত্রাসী গ্রেপ্তার

20:45 - November 15, 2020
সংবাদ: 2611816
তেহরান (ইকনা): জার্মানে চরমপন্থী ডানপন্থী সন্ত্রাসবাদী গোষ্ঠীর ১২ জন সদস্যের বিরুদ্ধে প্রসিকিউটর অভিযোগ করেছেন। মসজিদে হামলা এবং মুসলিম ও গণতান্ত্রিক রাজনীতিবিদদের হত্যার ষড়যন্ত্রের পাশাপাশি ফেডারেল ব্যবস্থা উৎখাত করার অভিযোগে এই ১২ জনের বিরুদ্ধে মামলা ও তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জার্মান ফেডারেল প্রসিকিউটর অফিস ঘোষণা করেছে: তথাকথিত গ্রুপ “এস”-এর সাথে সম্পর্কিত ডানপন্থী সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পনা করা এই অভিযান প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও আরও অধিক বিস্তৃত এবং সংগঠিত ছিল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ সৃষ্টি এবং জার্মানের ফেডারেল ব্যবস্থা উৎখাত করার জন্য বিভিন্ন মসজিদ ও দেশের গণতান্ত্রিক রাজনীতিবিদদের উপর সশস্ত্র হামলা পরিকল্পনা করেছিল।

ফেডারেল অ্যাটর্নি অফিস এপর্যন্ত এই দলের ১১ জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং এই দলকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এক জনের বিরুদ্ধে মামলা করেছে।

জার্মানের নিরাপত্তা বাহিনী ফেব্রুয়ারি মাসে এই সন্ত্রাসী গ্রুপের গ্রুপের মূল ৫ জন সদস্য এবং এই গ্রুপকে সমর্থন করার জন্য অপর আটজনকে গ্রেপ্তার করেছে।

ফেডারেল প্রসিকিউটরের বর্ণনা অনুযায়ী, আসামিদের মধ্যে দু'জন হচ্ছে এই গ্রুপের মুল নেতা। এই দু’জন হচ্ছে অগসবার্গের ৫৪ বছরের বাসিন্দা ভার্নার এস (Werner S.) এবং লোয়ার স্যাক্সনির প্রদেশের ৪০ বছরের বাসিন্দা টনি ই (Tony E.)।

ধারণা করা হচ্ছে এই গ্রুপটি সেদেশের গ্রিন পার্টির দুই রাজনীতিবিদ রবার্ট হবেক এবং অ্যান্টন হফ্রেইটার’কে হত্যার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল।

জিজ্ঞাসাবাদের সময় জানা গেছে, ডানপন্থী সন্ত্রাসীরা অস্ত্র কেনার পরিকল্পনা করেছিল এবং এই উদ্দেশ্যে তারা ৫০ হাজার ইউরো জোগাড় করেছিল। এই সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় সব সদস্যই এই উদ্দেশ্য পূরণের জন্য মোটা অংকের অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

এই গোষ্ঠীর কার্যক্রম শুরুর পর থেকেই নিরাপত্তা বাহিনী তাদের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এই কাজে এই সন্ত্রাসী গোষ্ঠীর একজন সদস্য সর্বদা পুলিশকে সাহায্য করেছে।

প্রসিকিউটর এই ব্যক্তিকে এই গ্রুপের সদস্য হিসাবে অভিযুক্ত করেছে। তবে পুলিশকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তিনি বর্তমানে মুক্ত রয়েছেন। iqna

 

captcha