IQNA

আফগানিস্তানে পৃথক দুটি বিস্ফোরণে নিহত চৌদ্দ এবং বহু হতাহত

20:24 - November 24, 2020
সংবাদ: 2611864
তেহরান (ইকনা): আফগানিস্তানের বামিয়ান প্রদেশের প্রাণকেন্দ্রে দুটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত এবং বেশ কয়েক ডজন আহত হয়েছেন।

আফগানিস্তানের বামিয়ান প্রদেশের কর্মকর্তারা ঘোষণা করেছেন: বামিয়ান শহরে পরপর দুটি বোমা বিস্ফোরণের ফলে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। তালেবানরা এই হামলার দায় অস্বীকার করেছে।

বামিয়ান প্রদেশের পুলিশ প্রধান “জাবরদাস্ত সাফাইয়ী” ঘোষণা করেছেন: বামিয়ানের প্রধান বাজারের একটি রাস্তার পাশে বোমা দুটি পুতে রাখা হয়েছিল। বোমা বিস্ফোরণের ফলে ১২ জন বেসামরিক ব্যক্তি এবং দু'জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। তিনি আরও জানান, আহতদের বেশিরভাগই আশেপাশের রেস্তোঁরা ও দোকানের গ্রাহক ছিলেন।

পর্বতমালা এবং কঠিন ভূখণ্ডের কারণে বামিয়ান প্রদেশটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান। এই প্রদেশের অধিকাংশ নাগরিক হাজারা গোত্রের এবং এই গোত্র মূলত শিয়া মাজহাবের অনুসারী। সন্ত্রাসী গোষ্ঠী তালেবানরা তাদের শাসনামলে এই গোত্রের সহস্রাধিক মানুষকে হত্যা করেছে।

উল্লেখ্য যে, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, গত নয় মাসে তালেবান ও আফগান সরকার বাহিনীর মধ্যে সংঘর্ষে প্রায় ৬ হাজার আফগান হতাহত হয়েছেন। iqna

 

captcha