IQNA

মুম্বই হামলার হোতা জঙ্গিনেতা জাকি উর রহমানকে গ্রেপ্তার করলো পাকিস্তান

0:03 - January 03, 2021
সংবাদ: 2612056
তেহরান (ইকনা): জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নেতা জাকি উর রহমানকে গ্রেপ্তার করেছে পাকিস্তান। তিনি ভারতে মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলেন দাবি করে আসছিল যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবাদ দমনে বৈশ্বিক তীব্র চাপের মুখে রয়েছে পাকিস্তান। গত এক বছরে একাধিক প্রভাবশালী জঙ্গিনেতাকে গ্রেপ্তার করেছে দেশটি। সর্বশেষ জাকি উর রহমানকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন দেশটির কাউন্টার-টেরোরিজম কর্মকর্তারা।
তবে পাক কর্মকর্তারা দাবি করছেন, এই গ্রেপ্তার মূলত জঙ্গিবাদে অর্থায়ন থামানোর অংশ। এর সঙ্গে বিশেষ কোনো হামলার কোনো যোগাযোগ নেই। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের মুখপাত্রও একই দাবি করেছেন।
তিনি জানান, গ্রেপ্তার হওয়া জাকি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোতে অর্থায়ন করতো।
সূত্র: mzamin
captcha