IQNA

২০ বছরে হাজারবার কুরআন খতম

0:03 - March 02, 2021
সংবাদ: 2612377
তেহরান (ইকনা): ২০ বছরে এক হাজারবার পবিত্র কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ওই বৃদ্ধের নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে ২৬শে ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।
 
তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।
 
মতিন বলেন, 'আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।'
 
মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি। আর এই হিসাবটি তিনি এই খাতায় লিখে রাখতেন।
 

حکایت هزار بار ختم قرآن پیرمرد ترکیه‌ای طی 20 سال متوالی

 

 
তিনি বলেন: আমার পিতা তাঁর কবরের নামফলক পাঁচ বছর পূর্বে বানিয়েছেন।। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে।
captcha