IQNA

পবিত্র রমজান মাসের ২১তম দিনের দোয়া

6:26 - May 04, 2021
সংবাদ: 2612725
তেহরান (ইকনা): ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত: রাসূলুল্লাহ (সা) রমজান মাসে এই দোয়া পড়তেন। ‘আলবালাদুল আমিন’ ও ‘মিসবাহুল কাফআমি’ নামক গ্রন্থে এই দোয়াগুলো রয়েছে।

পবিত্র রমজান মাসের ২১তম দিনের দোয়ার আরবি ও অর্থ:

اَللّـهُمَّ اجْعَلْ لى فیهِ اِلى مَرْضاتِکَ دَلیلاً، وَلا تَجْعَلْ لِلشَّیْطانِ فیهِ عَلَیَّ سَبیلاً، وَاجْعَلِ الْجَنَّةَ لى مَنْزِلاً وَمَقیلاً، یا قاضِیَ حَوائِجِ الطّالِبینَ .

উচ্চারণ: আল্লা-হুম্মাজ আ'ল্লী ফীহি ইলা- মারাদ্বা-তিকা দালীলা, ওয়ালা- তাজআ'ল লিশ শায়ত্বা-নি ফীহি আ'লাই ইয়া সাবীলা, ওয়াজ আ'লিল জান্নাতা লী মানযিলা-উঁ ওয়া মাক্বীলা, ইয়া ক্ব-দ্বিয়া হাওয়া-য়িজিত্ব ত্ব-লিবীন।


অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার সন্তুষ্টির দিকে পরিচালিত কর। শয়তানদের আমার উপর আধিপত্য বিস্তার করতে দিওনা। জান্নাতকে আমার গন্তব্যে পরিণত কর। হে প্রার্থনাকারীদের অভাব মোচনকারী ।

আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।

 

পবিত্র রমজান মাসের ২১তম দিনের দোয়া

সংশ্লিষ্ট খবর
captcha