IQNA

ইন্দোনেশিয়া হিজাব ও ইসলামিক ফ্যাশন বিষয়ক বিষয়ক প্রদর্শনী

9:33 - December 04, 2014
সংবাদ: 2615030
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ‘হিজাব ও ইসলামিক ফ্যাশন’ বিষয়ক বিশেষ প্রদর্শনী ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।


টিআরটি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : জাকার্তার নাসাজি মিউজিয়ামে অনুষ্ঠিত এ প্রদর্শনীর অপর কর্মসূচীর মধ্যে ছিল ইসলামি সঙ্গিত পরিবেশন ইত্যাদি।

উক্ত প্রদর্শনী ফ্যাশন-২০১৫ শিরোনামে বিভিন্ন পোশাক উপস্থাপন করা হয়।

এ প্রদর্শনীতে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার ফ্যাশন ডিজাইনাররা অংশগ্রহণ করেন।

ইন্দোনেশিয়ান এক ফ্যাশন ডিজাইনার মন্তব্য করতে গিয়ে বলেন : চলতি বছরের ডিজাইনে আমি ইন্দোনেশিয়ান ফ্যাশনকে প্রাধান্য দিয়েছি। কিন্তু স্কার্ফ ডিজাইনে আমি তুরস্কের ডিজাইনকে বেছে নিয়েছি।# 2614800

captcha