কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঈদে মিলাদুন্নবী পালন বেদয়াত বলে ঘোষণা করেছে সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। ইরাকের মসুল শহরের একটি মসজিদের খতিব জানিয়েছেন: আইএসআইএলের সন্ত্রাসীরা মসুল শহরের সকল মসজিদের ইমাম ও খতিবদের নির্দেশ দিয়েছে তারা যেন ঈদে মিলাদুন্নবী পালন না করে।
নিজের নাম প্রকাশের অনিচ্ছুক এই খতিব বলেছেন: সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল মসুল শহরে মসজিদের ইমামদের হুমকি দিয়ে বলেছে, এ নির্দেশ যদি লঙ্ঘন করা হয় তাহলে তাদেরকে শাস্তি প্রদান করা হবে।
এর পূর্বে বহুবার সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল মসুল শহরের মুসলমানদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে নির্দেশ জারি করেছে। এর পূর্বেও আফগান পোশাক ছাড়া সকল পোশাক ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল এবং সেসময় কাপড়ের দোকান থেকে আফগানিস্তানি পোশাক ব্যতীত সকল পোশাক জব্দ করেছিল আইএসআইএল।
2670531