বার্তা সংস্থা ইকনা: দুদিন ব্যাপী উক্ত শীর্ষক সম্মেলন সিরিয়ার ধর্ম মন্ত্রণালয়, সামের বিলাদ ওলামা ইউনিয়ন এবং ইরানের কালচার সেন্টারের সহযোগিতায় সিরিয়ার অবস্থিত ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র দপ্তর পক্ষ থেকে দামেস্কে অনুষ্ঠিত হয়েছে।
১১তম আন্তর্জাতিক শীর্ষক সেমিনারে সিরিয়া, লেবানন ও ইরানের ধর্মীয় ওলামাদের উপস্থিতিতে চরমপন্থা ও তাকফিরিদের সন্ত্রাসীমূলক কর্মের প্রতিকারের উপায়ের ওপর আলোচনা করা হয়েছে।
উক্ত শীর্ষক সম্মেলন হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী ও ঐক্য সপ্তাহের সমসময়ে অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ওলামাগণ হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীকে অনুসরণ করে ঐক্য ও সহনশীলতা বৃদ্ধি এবং সকাল প্রকার বিভেদকে দুর করার কথা বলেছেন।
বলাবাহুল্য, এ সম্মেলন ৫ম ও ৬ই জানুয়ারি সিরিয়ার রাজধানী দামেস্কের ‘আল দামারুজ’ হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
2675466