IQNA

ইসলাম ধর্মের ব্যাপারে ভুল তাফসীরের কারার প্রতিবাদে;

মালয়েশিয়ায় বিভিন্ন ভাষায় অনুবাদকৃত দশ লাখ কুরআন বিতরণ

19:26 - January 10, 2015
সংবাদ: 2693061
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র কুরআন ও ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করার লক্ষ্যে মালয়েশিয়ায় ইংরেজি, মালয়, চীনা এবং তামিল ভাষায় অনুবাদকৃত দশ লাখ কুরআন শরিফ বিতরণ করা হবে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘একটি কুরআন, একটি আত্মা’ নামক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সেদেশের সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মাদ জানিয়েছেন: পূর্বে ইসলাম শিক্ষার ব্যাপারে কোন প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কিন্তু বর্তমানে পবিত্র কুরআনের বিভিন্ন তাফসির প্রকাশ হচ্ছে। যার মধ্যে কিছু কিছু তাফসিরের ধর্মীয় কোন ভিত্তি নেই।
তিনি বলেন: অনেকেই এধরণের ভুল তাফসিরের মাধ্যমে ইসলাম ধর্ম ও পবিত্র কুরআনকে নিষ্ঠুর চেহারা, অযৌক্তিক ও অন্যায্যা হিসেবে পরিচয় করানোর চেষ্টা করছে। আর এরফলে ইসলাম ধর্মের প্রতি অমুসলিমদের উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সত্যিকার অর্থে বিষয়টি এমন নয়।
‘একটি কুরআন, একটি আত্মা’ নামক প্রকল্পে বিভিন্ন ভাষায় পবিত্র কুরআন অনুবাদ সহকারে যে সকল আয়াতকে অপব্যবহার করা হচ্ছে সেসকল আয়াতে নিচে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হবে। যাতে করে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর হয়।
তিনি আরও বলেন: আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছি এবং একজন অন্যজনকে অভিযুক্ত করছি। আর এ সমস্যা প্রতিকার করার জন্য আমাদের কুরআনের দিকে ফিরে যেতে হবে এবং কুরআনের শিক্ষা অর্জন করতে হবে।
2690620

captcha