IQNA

সংযুক্ত আরব আমিরাতে হেফজ প্রতিযোগিতা শুরু

18:16 - January 25, 2015
সংবাদ: 2764381
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সংযুক্ত আরব আমিরাতের ১৬ তম হেফজে কুরআন প্রতিযোগিতা গতকাল শনিবার (২৪ জানুয়ারী) শুরু হয়েছে।


এমারাত আল-ইয়াওম ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ‘শাইখা হিন্দ বিনতে মাকতুম’ নামে খ্যাত এ প্রতিযোগিতা ‘দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র বাছাইপর্বের ১১টি প্রতিযোগিতার অন্যতম।

এ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ড সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলের ৪২৬ জন প্রতিদ্বন্দীর অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিদ্বন্দীরা সর্বমোট ৫টি বিভাগে -পূর্ণ কুরআন, ২০ পারা, ১০ পারা, ৫ পারা ও ৩ পারা- পরস্পরের প্রতিদ্বন্দিতা করবেন।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকবেন ৫ সদস্যের একটি টিম।

আল-আইন অঞ্চলের প্রতিদ্বন্দীদের বাছাইপর্বের প্রতিযোগিতা গতকাল ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। দুবাই, আজামান, রা’সুল খাইমা অঞ্চলে আজ থেকে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ১০ দিন ব্যাপী দুবাইয়ের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার স্থানে পুরুষ ও নারীদের আলাদাভাবে অনুষ্ঠিত হবে।



2757902

captcha