বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী এবং নারী ও মায়েদের সম্মাননায় ইরানী কালচারাল সেন্টারের পরিবার বিভাগ উক্ত ইসলামী ফ্যাশন এবং পোশাক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ প্রতিযোগিতার শর্ত সমূহ হচ্ছে, পোশাক সমূহ ইসলামী প্রবিধান অনুযায়ী হতে হবে এবং ইরানী সংস্কৃতির ছোঁয়া থাকতে হবে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিচারকমণ্ডলী পাঁচ জনকে ‘মা দিবসে’ মূল্যবান পুরস্কার অনুদান করবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৯ম এপ্রিল পর্যন্ত নিজেদের নাম নিবন্ধন করতে পারবে এবং আগ্রহী ব্যক্তিরা Familykl2015@gmail.com ঠিকানায় মেইল করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
2963103