বার্তা সংস্থা ইকনা: ভারতের বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী আসামের বৃহত্তম শহর গুয়াহাটিতে এ বিতর্কিত মন্তব্য ব্যক্ত করেন।
স্বামী তার এ মন্তব্যের দলীল হিসেবে রাস্তা নির্মাণ করতে যেয়ে সৌদি আরবের মসজিদ ভঙ্গার প্রসঙ্গে বলেন: সৌদি আরবে রাস্তা নির্মাণের জন্য মসজিদ ভেঙ্গেছে। যারা সৌদি আরবে থাকেন তাদের নিকট থেকে আমি এ তথ্য সংগ্রহ করেছি। মসজিদ শুধুমাত্র একটি ভবন, যখন ইচ্ছা তখন এ ভবনকে গুঁড়িয়ে দেওয়া যায়! যদি কেহ এ মন্তব্যের বিরোধিতা করে তাহলে আমি তার সাথে মুনাজারা (বিতর্ক) করতে প্রস্তুত আছি।
সুব্রহ্মনম স্বামীর এ বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের সব রাজনৈতিক দল নিন্দা প্রকাশ করেছে। এমনটি তার নিজের দল বিজেপিও তার এ মন্তব্যের জন্য আপত্তি করেছে।
আসাম রাজ্যের বিজেপির প্রধান জানিয়েছেন, সুব্রহ্মনম স্বামী শুধুমাত্র তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছে।
ভারতের কয়েকটি সংখ্যালঘু এডভোকেট সংস্থা স্বামী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন।
অবশ্য স্বামীর এ ধরণের বিতর্কিত মতামত প্রকাশের অভিজ্ঞতা এটাই প্রথম নয়। পূর্বে বেশ কয়েক বার তিনি ইসলাম বিরোধী মতামত প্রকাশ করেছে।
2986294