বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠান ইরানী রাষ্ট্রদূত কামালিয়ান, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন কারিমী, ইরানী দূতাবাসের কর্মকর্তা ও পরিবারবর্গ এবং ইরানী স্কুলের সদস্যগণ সহ থাইল্যান্ডে বসবাসকৃত ইরানীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠান ১২ই মার্চে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বরকতময় দোয়া-ই-কুমাইল, হযরত ফাতিমা যাহরা (সা. আ.)এর যিয়ারত এবং হযরত ফাতিমা যাহরার (সা. আ.) পবিত্র জীবনীর আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম কারিমী।
এছাড়াও এ শোক মজলিশে আহলে বায়েতের মুসিবতের স্মরণে মর্সিয়া পাঠ এবং নৈশ ভোজনের আয়োজন করা হয়েছে।
2979768