Izhambur.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান আল্লাহর তাওফিকে ১১তম বারের ন্যায় আধ্যাত্মিক এ কর্মসূচীর আয়োজন করতে যাচ্ছে ইমাম আলী (আ.) জামে মসজিদ ও হ্যামবুর্গ ইসলামি কেন্দ্র।
আগামী ২ থেকে ৪ মে (১৩ থেকে ১৫ই রজব) এতেকাফ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচীতে অংশগ্রহণেচ্ছুক মুসল্লিদেরকে আগামী ২০শে এপ্রিল নাগাদ itikaf@izhambur.com ই-মেইল অথবা এ +49-40-22948615 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
যে কোন দেশের মুসলিম নাগরিক এ কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারবেন। তবে আগ্রহীগণকে ২রা মে ফজরের আযানের আগে মসজিদে প্রবেশ করতে হবে।