বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্ক টুইটারে আইএসআইএলের নিজস্ব পেজে এ সন্ত্রাসীকে ‘আবু আমের আল নাজদী’ হিসেবে পরিচিত করিয়েছে।
কাতিফের শিয়াবাসীদের ওপর এ পাশবিক হামলার দায়ভার আইএসআইএল শুক্রবার রাতে স্বীকার করেছে।
জিহাদি গ্রুপের সাথে সম্পৃক্ত আইএসআইএলের একটি ওয়েবসাইটের ঘোষণা করেছে: শুক্রবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত কাতিফ শহরের আল কাদেহ্ গ্রামে একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার দায়ভার তারা স্বীকার করেছে।
সন্ত্রাসীদের এ বিবৃতিতে আরও এসেছে, সৌদি আরবের নাজদ প্রদেশের খিলাফতের সৈন্যরা এ আত্মঘাতী হামলার পিছনে জড়িত রয়েছে। কোমরে বোমা বেধে যে ব্যক্তি এ হামলা চালিয়েছে তার নাম আবু আমের আল নাজদী।
এ বিবৃতিতে আরও এসেছে: যারা এ অপারেশনকে নিন্দা জানাবে তাদের উদ্দেশ্য বলছি, আমাদের জন্য চিৎকার করো না। আমার তোমাদের কোন কথা শুনব না। রাফিজিদের গলা কাটার জন্য আমাদের তলোয়ার প্রস্তুত রয়েছ।
এ বিবৃতিতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল শিয়াদের বিরুদ্ধে তাদের পাশবিক কর্ম বৃদ্ধির ব্যাপারে হুমকি দিয়ে বলেছে: শিয়া সম্প্রদায়ের জন্য কঠিন ও অন্ধকার দিন ঘনিয়ে আসছে। আমর আরব উপদ্বীপ থেকে সকল মুশরিকদের বের করে ছাড়ব।
3306412