IQNA

ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি পাবে না পাশ্চাত্য’

23:01 - May 29, 2015
সংবাদ: 3308863
আন্তর্জাতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, পাশ্চাত্যকে সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হবে না। আজ রাজধানী তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার বিষয়ে পাশ্চাত্যের প্রস্তাব প্রসঙ্গে কাজেম সিদ্দিকি বলেন- “যখন চাইবে তখনি তাদেরকে এ ধরনের স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়া হলে তা হবে আইনবিরোধী। এ কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান তা মেনে  নেবে না।” তিনি বলেন- “ওরা যা চাইবে তাই মেনে নেবে না ইরান। রাষ্ট্রের মূল নীতি নির্ধারণ করবেন সর্বোচ্চ নেতা।”
জুমার নামাজের খতিব বলেন- পরমাণু প্রযুক্তি হচ্ছে ইরানের বড় সম্পদ এবং অর্থনীতি বিকাশে এ প্রযুক্তির অবদান রয়েছে। ওষুধ, জ্বালানি ও কৃষি ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহারের ফলে বিদেশের ওপর নির্ভরতা দূর হবে।
তিনি বলেন, আমেরিকার চুক্তি ভঙের রেকর্ড রয়েছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতার পর নতুন নিষেধাজ্ঞা আরোপের মধ্যদিয়ে তাদের প্রতারণার বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আমেরিকা নানা অজুহাতে বিভিন্ন দেশের সম্পদ লুট করার চেষ্টা করছে। সূত্র: রেডিও তেহরান
3308810

captcha