ইরান প্রসঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তিনি। আজ-জুবাইর বলেছিলেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে জুলাইয়ে সম্পাদিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে ইরান যে বাড়তি আয় করবে, রিয়াদ আশা করে তা আগ্রাসী নীতি পেছনে ব্যয় না করে যেন অর্থনৈতিক উন্নয়নে ব্যয় করে তেহরান।
এর জবাবে আবদুল্লাহিয়ান বলেন, “আমরা আবদেল আজ-জুবাইরকে হুঁশিয়ার করে দিচ্ছি যে তিনি যেন ইরানের ধৈর্যের পরীক্ষা না করেন।”
তিনি আরো বলেন, অন্যের ঘাড়ে দোষ বা দায় চাপানোর বদলে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর উচিত মিনা বিপর্যয়ে তার দেশের দায়িত্ব স্বীকার করা। ২৪ সেপ্টেম্বরে মিনায় পদদলিত হয়ে ৪৬৪ ইরানি হজযাত্রীসহ প্রায় ৪৭০০ হজযাত্রী নিহত হয়েছে বলে ইরানের হজ সংস্থার হিসাবে বলা হয়েছে। এ ঘটনায় সৌদি ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এতে প্রায় ৭৭০ হজযাত্রী নিহত হয়েছে বলে রিয়াদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।
এ ছাড়া, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার সন্ত্রাসীদের সমর্থন দেয়ার বিষয়েও সৌদি ভূমিকারও কঠোর সমালোচনা করেন আমির-আবদুল্লাহিয়ান। আবদেল আজ-জুবাইরকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ইয়েমেন, ইরাক এবং সিরিয়ার সন্ত্রাসীদের প্রতি প্রকাশ্য এবং গোপন সমর্থন পরিত্যাগ করুন আর বাহরাইনের মতো ক্ষুদ্র দেশকে সৌদি ভুলনীতির শিকারে পরিণত করবেন না।
আমির-আবদুল্লাহিয়ান আরো বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসন শুরু থেকেই সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখার সম্ভাবনা তেহরান কখনোই নাকচ করে দেয় নি। 'বল এখন রিয়াদের কোর্টে' উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু সৌদি আরবে সিদ্ধান্ত কে গ্রহণ করেন তা খুব পরিষ্কার নয়।