IQNA

সৌদি আলেমদের বিভ্রান্তিকর ফতোয়ার তীব্র সমালোচনা করল মিশরের ফতোয়া কমিটি

23:49 - November 19, 2015
সংবাদ: 3454624
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ওয়াহাবী মুফতির বিভ্রান্তিকর ফতোয়ার তীব্র সমালোচনা করেছে মিশরের দারুল আফতা।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ওয়াহাবী মুফতির বিভ্রান্তিকর ফতোয়ার তীব্র সমালোচনা করে তাদের ফতোয়াকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে মিশরের ফতোয়া কমিটির ‘দারুল আফতা’।
মিশরীয় ফতোয়া কমিটি’র অফিসিয়াল সাইট ১৭ই নভেম্বরে এক বিবৃতিতে সৌদি আরবের আলেমদের উগ্রতাপূর্ণ ফতওয়া তথা নিরীহ মানুষদের হত্যা ব্যাপারে তারা যে সকল ফতোয়া জারি করেছে তার নিন্দা জানিয়ে তাদেরকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছে।


সৌদি আরবের অনেক ওয়াহাবী আলেম বিশেষ করে মুহাম্মাদ সালেহ ইবনে উসাইমিন ফতোয়া জারি করেছে, শত্রুদের মনোবল নষ্ট করার জন্য নারী ও শিশুদের হত্যা করা বৈধ।
প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইটে আরও উল্লেখ রয়েছে, সৌদি ওলামাদের এধরণের ফতোয়ার ফলে পশ্চিমা মিডিয়া সমূহ মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষীদের উস্কে দিচ্ছে।
মিশরের ফতোয়া কমিটির, সৌদি আরবের জ্ঞানহীন ওয়াহাবী আলেম উসাইমিনের এই ফতোয়াকে প্রত্যাখ্যান করে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে।
বলাবাহুল্য, বর্তমানে আইএসআইএল নামক মহামারী সমগ্র বিশ্বে বিশেষত: ইরাক ও সিরিয়াতে ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বহুসংখ্যক নিরীহ নারী ও শিশু নিহত হচ্ছে। আর এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা মূলত: সৌদি আরবের ওয়াহাবি মুফতিদের বিভ্রান্তিকর ফতওয়ারই ফসল।
3453955

 

captcha