বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার সন্ধ্যায় ইহুদিদের বিশিষ্ট রাব্বী ‘এহারুন লাসবিড’ নিহত হয়েছে। এহারুন লাসবিড হত্যা হওয়ার পূর্বে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) নিয়ে অবমাননাকর উক্তি ব্যক্ত করেছিল এবং মসজিদুল আকসার ধ্বংসের জন্য আহ্বান জানিয়েছিল।
ফিলিস্তিনির মজলুম যুবকগণ সম্প্রতি পৃথক ২টি হামলায় ৪ জন যায়নবাদীকে নিহত করেছে, যারমধ্যে ইহুদিদের বিশিষ্ট রাব্বী ‘এহারুন লাসবিড’ও রয়েছে। এছাড়াও এ আক্রমণে ১৩ জন যায়নবাদী আহত হয়েছে। অপরদিকে ২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে।
অন্যদিকে, গত ১১ নভেম্বর ইসরাইলি পুলিশের গুলিতে আহত হওয়া এক ফিলিস্তিনি আজ মারা গেছে। মৃত এ ব্যক্তি পশ্চিম তীরের রামাল্লাহ মডার্ন কলেজের নার্সিং বিভাগের সিনিয়র ছাত্র ছিল।
গত আগস্ট মাসে পবিত্র বায়তুল মুকাদ্দাস মসজিদে ফিলিস্তিনদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করার পর ফিলিস্তিনদের মধ্যে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। প্রতিদিন সেখানে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিরা বিক্ষোভ-প্রতিবাদ করছে এবং ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনদের সংঘর্ষ লেগেই রয়েছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি মারা গেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রতিদিন গড়ে দু জন করে ফিলিস্তিনি মারা গেছে।
3454648