IQNA

তেহরানের জুমার খতিব;

ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দায়েশ গঠিত হয়েছে / সন্ত্রাসীদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই

17:15 - November 20, 2015
সংবাদ: 3454785
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ আহমেদ খাতামি ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন: ইসলাম ধর্মের সাথে যুদ্ধ করার জন্য দায়েশ ও অন্যান্য তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সংগঠিত হয়েছে এবং ইসলামের সাথে সন্ত্রাসী দলের কোন সম্পর্ক নেই।

বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমার খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন খাতামী নামাজের দ্বিতীয় খুতবায় সকলকে কর্তব্যনিষ্ঠার প্রতি আহ্বান জানিয়ে বলেন: ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের শোকানুষ্ঠানের জন্য সর্বত্র প্রস্তুতি গ্রহণ চলছে। কারবালায় ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযার জিয়ারতের জন্য প্রায় ২০ লাখ যায়ের নাম নিবন্ধন করেছে। আশাকরি অন্যান্য বছরের মত চলতি বছরেও কর্তব্যরত কর্তৃপক্ষ সফল হবেন।
এছাড়াও আহত তাকফিরি সন্ত্রাসীদের ইহুদিবাদী ইসরাইলে চিকিৎসা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেয়নি দায়েশ। তিনি বলেন, শুধু তাই না, ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দায়েশ টু শব্দটিও করছে না। এ ব্যাপারে তারা মুখ একদম বন্ধ করে রেখেছে বলে জানান তিনি।
এ ছাড়া, পশ্চিমারা বৈরুতের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা করে নি উল্লেখ করে আয়াতুল্লাহ খাতামি আরো বলেন, এতে সন্ত্রাসবাদের বিষয়ে তাদের দ্বিমুখী নীতির বিষয়টি প্রকাশ পেয়েছে।  এ জাতীয় দ্বিমুখী নীতিই আইএসআইএল বা দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠী প্রতিষ্ঠার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, মার্কিন নেতৃত্বাধীন আইএসআইএল বিরোধী কথিত জোটের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক প্রতিশ্রুতি দেখাতে হবে।
3454724

captcha