IQNA

ফিলিস্তিনি জাতিকে বিভক্ত করার চেষ্টায় জায়নবাদী সরকার

20:56 - September 14, 2021
সংবাদ: 3470669
তেহরান (ইকনা): ইহুদিবাদী সরকার অসলো চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ডের অধিবাসীদের গঠনকে ব্যাহত করার চেষ্টা করছে।

অসলো চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইলের সরকার ১৯৪৮ সালে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনের বিচ্ছিন্ন নাগরিকদের একত্রিত এবং গাজা উপত্যকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের পুনর্মিলন রোধ করার চেষ্টা করছে।

১৯৬৭ সালের যুদ্ধের পর দখলদার জায়নিস্ট সরকার ফিলিস্তিনিদের তাদের স্বদেশে ফিরে যেতে বাধা দিচ্ছে। এছাড়াও যে সকল ফিলিস্তিনি বিদেশিদের বিয়ে করেছে তাদের পরিবারবর্গের নিকটেও ফিরে যেতে বাধা দিচ্ছে।

যদিও জায়নিস্ট শাসন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে অসলো চুক্তিতে হাজার হাজার ফিলিস্তিনির পারিবারিক পুনর্মিলনের অধিকারের কথা উল্লেখ রয়েছে। , কিন্তু ২০০৩ সালে ইহুদিবাদী ইসরাইলি শাসক নতুন একটি আইন পাস করে। এই আইনে নিরাপত্তার ভিত্তিতে পুনর্মিলনের অধিকার ব্যবহার করতে দেওয়া হবে না বলে উল্লেখ রয়েছে। ২০০৯ সাল থেকে এপর্যন্ত সকল ফিলিস্তিনি পরিবারকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ বর্তমানে পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনি কোন পরিচয় ছাড়াই বসবাস করছে এবং জায়নিস্ট শাসক তাদের অবৈধ বাসিন্দা বা যুদ্ধ শরণার্থী মনে করে। অপরদিকে বিশ্বের যে কোন স্থানের কোন ইহুদি যদি ইসরাইলে ভ্রমণ করতে চাই এবং নাগরিকত্ব পেতে চাই তাহলে তাদের নিজস্ব আইন মোতাবেক এই অবৈধ রাজ্যের নাগরিকত্ব প্রদান করা হয়। '

এছাড়াও, ইহুদিবাদী শাসক দখলকৃত ভূখণ্ডের ভিতরে ফিলিস্তিনি পরিবারের সদস্যদের (যাদের ইসরাইলের পরিচয়পত্র রয়েছে তাদের) পশ্চিম তীর বা গাজা উপত্যকায় তাদের আত্মীয়দের সাথে দেখা করতে বাধা দেয়। iqna

captcha