IQNA

অসুস্থতার পরদিনই আদালতে হাজির হলেন সু চি

5:29 - September 15, 2021
সংবাদ: 3470672
তেহরান (ইকনা): মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি অসুস্থতার কারণে আদালতে না যাওয়ার একদিন পর আদালতের শুনানিতে হাজির হয়েছেন।

গতকাল সোমবার গাড়িতে ভ্রমণজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় আদালতে হাজির হন। খবর সিজিটিএনের।

অং সান সু চির আইনজীবী এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনানি ছিল নেত্রীর লাইসেন্সবিহীন ওয়াকি টকি অবৈধভাবে রাখা বিষয়ক।

এছাড়াও, তার বিরুদ্ধে গত বছর সংসদীয় নির্বাচনের সময় Natural disaster Management Law নামের সরকারি আইন ভঙ্গ করার অভিযোগ রয়েছে, যাতে গত বছর সংসদীয় নির্বাচনের প্রচারাভিযানের সময় কোভিড বিধি লংঘন করা হয়।

এছাড়া অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভংগ, জনরোষ বৃদ্ধিতে উস্কানি, দাতব্য ফাউন্ডেশনের জন্য দেয়া জমির অপব্যবহার এবং অবৈধভাবে ৬ লক্ষ ডলার অর্থও ১১ কিলোগ্রাম স্বর্ণ নেয়ার অভিযোগ আনা হয়েছে।

বিডি-প্রতিদিন

captcha