IQNA

হেরাতে বোমা হামলার দায় স্বীকার করল দায়েশ

20:04 - January 24, 2022
সংবাদ: 3471331
তেহরান (ইকনা): শনিবার আফগানিস্তানের হেরাত শহরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে দায়েশ।

তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এক বিবৃতিতে হেরাতের ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

 

শনিবার রাতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কাছে একটি বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে হেরাত শহরের হাজিয়া আব্বাস এলাকায় এ ঘটনা ঘটে।

 

হেরাত জেলা হাসপাতালের চিকিৎসক আরেফ জালালি বলেন, হামলায় তিন নারীসহ সাতজন নিহত এবং ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

খোরাসান রাজাভির গভর্নর ইয়াকুব আলী নাজারির কাছে হেরাতের ইসলামী প্রজাতন্ত্র ইরানের কনসাল একটি চিঠি প্রদানের মাধ্যমে আহতদের চিকিৎসার জন্য ইরানে স্থানান্তরের ব্যবস্থা করেছেন।

 

চিঠিতে বলা হয়েছে যে সন্ত্রাসী বিস্ফোরণে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর এবং ইরানের একটি সাবস্পেশালিটি সেন্টারে তাদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।

 

গত আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর থেকে সেদেশ জুড়ে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ও হামলা হয়েছে, যার মধ্যে কয়েকটি হামলা দায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে। iqna

 

 

 
captcha