IQNA

আয়াতুল্লাহ খাতামি;

আমেরিকা লুণ্ঠন চায়, আলোচনা নয়

20:24 - January 28, 2022
সংবাদ: 3471348
তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকাকে ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমেরিকা আসলে আলোচনা চায় না, তাদের লক্ষ্য লুণ্ঠন। তাদের মাথায় সব সময় লুট-তরাজ করার চিন্তাটাই ঘুরপাক খায়। তবে তাদের এই অশুভ স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। ইরানের বিপ্লবী জাতি এর আগেও তাদের স্বপ্ন ধূলিসাৎ করে দিতে সক্ষম হয়েছে।

ইয়েমেনে মানবিক বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব বিরতিহীনভাবে ইয়েমেনে বোমাবর্ষণ করে যাচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আন্তর্জাতিক সংস্থাগুলো এমনকি মুসলমানদের সংস্থাগুলোও এর বিরুদ্ধে টু শব্দটিও করছে না। তারা পুরোপুরি নীরব রয়েছে।

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, ইয়েমেনি মুজাহিদরা প্রায় আট বছর ধরে দখলদারদের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুলেছে তা সত্যিই সম্মান ও গর্বের বিষয়। তাদের প্রতিরোধের মুখে শত্রুরা পিছু হটতে বাধ্য হয়েছে। ইয়েমেনি জাতি সত্যিই প্রশংসা পাওয়ার অধিকার রাখে। তাদের প্রতি সবার সমর্থন ও সহযোগিতা দেওয়া উচিত। iqna

 

captcha