IQNA

ফিলিস্তিন, ইবরাহিমি মসজিদের সুরক্ষায় ইউনেস্কোর সহায়তা চেয়েছে

15:21 - September 04, 2025
সংবাদ: 3478003
ফিলিস্তিন, দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে হেবরন শহরে অবস্থিত ইবরাহিমি মসজিদকে দখলদার ইসরাইলি শাসনব্যবস্থার আগ্রাসন থেকে রক্ষার জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-র সহায়তা চেয়েছে।

ইকনার বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন মুক্তি সংগঠন (পিএলও)-এর নির্বাহী কমিটির সদস্য এবং ফিলিস্তিনি স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য ঐতিহ্য সংরক্ষণ জাতীয় কমিটির সভাপতি আলী যায়দান আবু জাহরি এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত ইউনেস্কোকে, আহ্বান জানিয়েছেন যেন তারা ইবরাহিমি মসজিদ এবং ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
তিনি এই আহ্বান জানান দখলদার ইসরাইলি কর্মকর্তাদের উপস্থিতিতে ইবরাহিমি মসজিদের আঙিনায় এক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর।
আবু জাহরি আরও দাবি করেন, ফিলিস্তিনি জনগণের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থাপনার ওপর রক্তক্ষয়ী আগ্রাসনের অবসান ঘটাতে হবে এবং দমনমূলক পদক্ষেপ নিতে হবে ঔপনিবেশিক ব্যবস্থার বিরুদ্ধে ও এর নেতৃত্বের বিরুদ্ধে—বিশেষত এই কারণে যে, ইবরাহিমি মসজিদ ইতোমধ্যেই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত।
তিনি বলেন, ইবরাহিমি মসজিদের আঙিনায় বসতি স্থাপন সংক্রান্ত সম্মেলন আয়োজন করা ফিলিস্তিনি জনগণের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের ওপর প্রকাশ্য আগ্রাসন এবং বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার শামিল।
তিনি জোর দিয়ে বলেন, দখলদার মন্ত্রীদের সহযোগিতায় যে বারবার এ ধরনের লঙ্ঘন ঘটছে তা আসলে একটি সুসংগঠিত নীতি, যার লক্ষ্য হলো পবিত্র স্থানগুলিকে ইহুদিকরণ করা এবং ফিলিস্তিনের ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা।
আবু জাহরি দখলদার শাসনকে এ সব বিপজ্জনক পদক্ষেপের পূর্ণ দায়ভার বহন করার কথা জানিয়ে বলেন, এর লক্ষ্য হচ্ছে সংঘাতকে প্রকাশ্য এক ধর্মীয় সংঘাতে রূপান্তরিত করা।
তিনি আরও যোগ করেন: ফিলিস্তিনের স্পর্শযোগ্য ও অস্পর্শযোগ্য ঐতিহ্য মানবজাতির বৈশ্বিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ এবং এটি গম্ভীর আন্তর্জাতিক সুরক্ষা দাবি করে, যাতে দখলদাররা ইতিহাস মুছে ফেলার এবং ফিলিস্তিনি জনগণের সমষ্টিগত স্মৃতিকে বিকৃত করার যে প্রচেষ্টা চালাচ্ছে তার অবসান ঘটে।
গতকাল, ইসরাইলি বসতি স্থাপনকারীরা এই শাসনব্যবস্থার কয়েকজন মন্ত্রীসহ—চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, বসতি স্থাপন মন্ত্রী ওরিত স্ত্রোক এবং যুদ্ধমন্ত্রী ইয়িসরায়েল ক্যাটজ—একটি সম্মেলন আয়োজন করে, যা উগ্র ঔপনিবেশিক আন্দোলন ‘গুশ এমুনিম’-এর প্রতিষ্ঠা উদ্‌যাপনের জন্য অনুষ্ঠিত হয়েছিল।
২০১৭ সালের জুলাই মাসে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি ইবরাহিমি মসজিদকে একটি ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
এই মসজিদ হেবরনের পুরনো শহরে অবস্থিত, যা দখলদার ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে প্রায় ৪০০ জন বসতি স্থাপনকারী বসবাস করে এবং ১,৫০০ জন ইসরাইলি সেনা তাদের রক্ষা করে।
১৯৯৪ সালে, এক ইসরাইলি বসতি স্থাপনকারীর গণহত্যায় ২৯ জন ফিলিস্তিনি মুসল্লি নিহত হওয়ার পর, দখলদার ইসরাইলি শাসন ইবরাহিমি মসজিদকে বিভক্ত করে—৬৩ শতাংশ স্থান ইহুদিদের এবং মাত্র ৩৭ শতাংশ স্থান মুসলমানদের জন্য বরাদ্দ করে। 4303347#

captcha