
এই প্রতিবেদন অনুসারে, ইহুদিবাদী ইসরাইলের মুখপাত্র আভিখয়ি এদরায়ি সামাজিক নেটওয়ার্ক এক্স-এ দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন: আগামী কয়েক ঘন্টার মধ্যে ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরাইলি সেনাবাহিনী আক্রমণ করবে।
ইয়েমেনি বন্দর এবং সেখানে নোঙর করা জাহাজগুলোর আশেপাশে উপস্থিত সকলকে অবিলম্বে এলাকা ত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদরায়ি আরও বলেছেন যারাই এই এলাকায় থাকবেন তারা তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলবেন।
দখলকৃত অঞ্চল ইসরাইলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্রমাগত এবং কার্যকর আক্রমণের মুখে অসহায় হয়ে পড়া ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী ইয়েমেনের আবাসিক এলাকা এবং বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বারবার যুদ্ধাপরাধ করেছে। আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘনের পাশাপাশি এই পদক্ষেপগুলো ইয়েমেনের জনপ্রতিরোধের সামনে ওই দখলদার শক্তির কৌশলগত অক্ষমতাই তুলে ধরে।
এইসব আগ্রাসন সত্ত্বেও, ইয়েমেনি জাতি এবং সশস্ত্র বাহিনী বারবার জোর দিয়ে বলেছে, তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গাজার নির্যাতিত জনগণ এবং প্রতিরোধ বাহিনীকে সমর্থন অব্যাহত রাখবে। তার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ লক্ষ্য করে তারা শত্রুর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে