IQNA

হামাসের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জুলানি শাসকগোষ্ঠী জড়িত

9:57 - December 21, 2025
সংবাদ: 3478641
ইকনা- একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জুলানি শাসকগোষ্ঠীর সদস্যরা হামাস প্রদেশে একজন আলাভি ব্যক্তিত্বকে হত্যা করেছে।

আল-মালুমাহ্ বরাত দিয়ে ইকনা জানায়, একটি স্থানীয় সূত্র জানিয়েছে যে, জুলানি গোষ্ঠীর সদস্যরা হামাস প্রদেশের সাংস্কৃতিক কেন্দ্রের কাছে সিরিয়ার আলাভি সম্প্রদায়ের মাজেন আল-ইউসুফকে হত্যা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মাজেন আল-ইউসুফ একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি পূর্বে হোমসের আল-জাহরা মহল্লায় সিরিয়ান রেড ক্রিসেন্টের (হেলাল আহমার) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সূত্রটি জানায়, ধরনের ব্যক্তিত্বের হত্যা জুলানি শাসকগোষ্ঠীর নাগরিক মানবিক কার্যক্রমে সক্রিয় ব্যক্তিদের নির্মূল করার নীতির ধারাবাহিকতা প্রমাণ করে।

তিনি বলেন, এই হত্যা সিরিয়ার আলাভি সম্প্রদায়ের মধ্যে ভয় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। 4323960#

 

captcha