
ইকনা জানায়, শনিবার ১৩ জানুয়ারি (১৩ দি) ভোর থেকে শুরু হওয়া এই ইতেকাফ কর্মসূচি সোমবার ১৫ জানুয়ারি (১৫ দি) সন্ধ্যায় সমাপ্ত হয়। এ সময় মুতাকিফরা রওজার পবিত্র স্থানে অবস্থান করে ইবাদত-বন্দেগি, কুরআন তিলাওয়াত, দোয়া ও মুনাজাতে মশগুল ছিলেন।
ইমাম রেজা (আ.)-এর রওজায় ইতেকাফের এই অনুষ্ঠান প্রতি বছরই হাজার হাজার মুতাকিফের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এবারও ইমাম রেয়ুফের বারকাতে অংশগ্রহণকারীরা আধ্যাত্মিক পরিবেশে নামাজ, কুরআন তিলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে সময় অতিবাহিত করেছেন।