IQNA

মরক্কোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুরআনের তাফসির ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

13:34 - January 25, 2026
সংবাদ: 3478789
ইকনা- মরক্কোর মেকনেস শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন “পবিত্র কুরআনের তাফসির ও কৃত্রিম বুদ্ধিমত্তা”। ইবনুল জাজারি স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি ২০২৬ সালের ১৮ ও ১৯ জুলাই (বাংলা ২৭ ও ২৮ আষাঢ়) অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক বৈজ্ঞানিক, একাডেমিক ও সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনের শিরোনাম হচ্ছে—

“পবিত্র কুরআনের তাফসির ও কৃত্রিম বুদ্ধিমত্তা: একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি ও দিকনির্দেশনামূলক কার্যকারিতার পথে”।

এই বৈজ্ঞানিক সম্মেলনটি এমন একটি নতুন চিন্তাধারার কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে পবিত্র কুরআনকে মুসলিম সমাজের জন্য প্রধান দিকনির্দেশনা ও বিধানমূলক উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগের অগ্রগতির সঙ্গে সচেতন ও দায়িত্বশীলভাবে সম্পৃক্ত হওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলনের মূল উদ্দেশ্য হলো— আধুনিক ডিজিটাল প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে কুরআনের তাফসিরে নতুন দিগন্ত উন্মোচন করা, তবে তা হবে একটি সুসংগঠিত বৈজ্ঞানিক ও নৈতিক কাঠামোর মধ্যে, যাতে কুরআনের পবিত্রতা ও মৌলিক লক্ষ্যসমূহ অক্ষুণ্ন থাকে।

মেকনেস সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে ঐতিহ্যবাহী তাফসির জ্ঞানের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ের মাধ্যমে তথাকথিত “স্মার্ট তাফসির”-এর জন্য একটি গ্রহণযোগ্য পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি প্রণয়ন করা। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহকে যুক্ত করে একটি গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলা এবং কুরআন গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একটি বৈশ্বিক নৈতিক সনদ প্রণয়ন করাও এই সম্মেলনের লক্ষ্য।

এই সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
স্মার্ট তাফসিরের তাত্ত্বিক ভিত্তি, কুরআনের পাঠ্যে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP), স্মার্ট তাফসির প্ল্যাটফর্মের কাঠামো বিশ্লেষণ এবং ধর্মীয় গ্রন্থ ব্যাখ্যায় অ্যালগরিদম ব্যবহারের আইনগত ও নৈতিক নির্দেশনা।

সম্মেলনের দ্বিতীয় দিন বিশেষজ্ঞ তাফসিরবিদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ব্যবহারিক কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালার মাধ্যমে শিক্ষার্থী, গবেষক ও আগ্রহীদের জন্য তাত্ত্বিক আলোচনাকে বাস্তব প্রয়োগে রূপান্তরের সুযোগ তৈরি করা হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬। পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধ জমা দেওয়ার শেষ সময় ৩০ মে ২০২৬। সারসংক্ষেপ পাঠানোর ইমেইল ঠিকানা হলো: centrejazari19@gmail.com।

এই আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের মাধ্যমে কুরআন গবেষণা ও প্রযুক্তিগত ক্ষেত্রে আগ্রহী অধ্যাপক, গবেষক, স্নাতকোত্তর শিক্ষার্থী, প্রোগ্রামার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে একত্রিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

https://iqna.ir/fa/news/4330036

captcha