IQNA

লেবাননে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা “আস-সাদিক আল-আমিন”

11:07 - January 28, 2026
সংবাদ: 3478800
ইকনা- ইরানের রাযিনি সাংস্কৃতিক কেন্দ্র লেবাননের সাথে লেবাননের কুরআন কারিম সমিতির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক কুরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতা “আস-সাদিক আল-আমিন; ফি রিহাব শাহরিল্লাহ” (সাদিক আমিন; আল্লাহর মাসের আশ্রয়ে) আয়োজন করা হচ্ছে।

ইকনা লেবাননে ইরানি রাযিনি সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে জানায়, পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে বৈরুতে এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি দুটি বিভাগে আয়োজিত হবে: পূর্ণ কুরআন হিফজ এবং তিলাওয়াতে তাহকীক (বিশেষ পদ্ধতিতে তিলাওয়াত)। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর।

প্রতিযোগিতা দুই ধাপে অনুষ্ঠিত হবে: প্রথম ধাপ ভার্চুয়াল (প্রিলিমিনারি) এবং দ্বিতীয় ধাপ লাইভ (সেমি-ফাইনাল ও ফাইনাল)। নিবন্ধন ৩ ফেব্রুয়ারি (১৪ বৈশাখ) থেকে শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি (২৩ বৈশাখ) পর্যন্ত চলবে।

অংশগ্রহণকারীকে নিজ দেশের নাগরিক হতে হবে এবং প্রতিযোগিতার নিয়ম-কানুন মেনে চলতে হবে।

বিশেষ শর্তসমূহ: তিলাওয়াত বিভাগে তাহকীক পদ্ধতিতে সম্পূর্ণ তাজবীদ ও কিরাতের নিয়ম মেনে তিলাওয়াত করতে হবে।    হিফজ বিভাগে পূর্ণ কুরআন মুখস্থ থাকতে হবে এবং তাজবীদসহ সঠিক তিলাওয়াত করতে হবে।

প্রতিযোগিতার বিবরণ অনুসারে:           তিলাওয়াত বিভাগে প্রিলিমিনারি পর্বে ১২ লাইন এবং ফাইনালে ১৫ লাইন তিলাওয়াত করতে হবে। হিফজ বিভাগে প্রতিটি ধাপে (প্রিলিমিনারি, সেমি-ফাইনাল ও ফাইনাল) তিনটি করে প্রশ্ন করা হবে, প্রতিটি প্রশ্নে ১৫ লাইন কুরআন।

গুরুত্বপূর্ণ তারিখ ও নিয়ম: প্রিলিমিনারি পর্ব: ৩ থেকে ১২ ফেব্রুয়ারি (ভার্চুয়াল)। সেমি-ফাইনাল ও ফাইনাল: ২৪ ও ২৫ ফেব্রুয়ারি (৫ ও ৬ ফাল্গুন) বৈরুতে সশরীরে।  উচ্চ স্কোর প্রাপ্ত প্রতিযোগীরাই সেমি-ফাইনালে অংশ নিতে পারবেন।  তিলাওয়াতে সঠিক তাজবীদ ও সুরেলা কণ্ঠ থাকতে হবে।

নিবন্ধনের জন্য যোগাযোগ: রাযিনি সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বশীলের সাথে বেল অ্যাপে যোগাযোগ করুন: ০৯৩৩২১৭৫৪৩১

ভিডিও নিবন্ধনের নিয়ম:  উচ্চমানের ভিডিও রেকর্ড করতে হবে (শব্দ ও ছবি উভয়ই পরিষ্কার)। তিলাওয়াত শুরুর আগে অংশগ্রহণকারীকে নিজের নাম ও দেশ উল্লেখ করতে হবে।

বিচারের মানদণ্ড: তিলাওয়াত বিভাগে: তাজবীদ (৪০ নম্বর), সুর (১৫), ওকফ ও ইবতিদা (২০), নাগমা/সুরেলা কণ্ঠ (২৫)। হিফজ বিভাগে: হিফজের গুণগত মান (৭০) এবং তিলাওয়াতের গুণগত মান (৩০)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতা পবিত্র রমজানের আগে কুরআনের সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে।

 
 
لبنان؛ میزبان مسابقات بین‌المللی قرآن «الصادق الامین»
 

https://iqna.ir/fa/news/4330497

captcha