IQNA

রোজদার শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা ছাড়াই;

ব্রিটেনে স্কুলসমূহে রমজান মাসে পরীক্ষা অব্যাহত থাকবে

11:52 - January 10, 2016
সংবাদ: 2600074
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের পরীক্ষা বিষয়ক কাউন্সিল ঘোষণা করেছে: আগামী বছরে গ্রীষ্মকালে মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে এবং রমজান মাস উপলক্ষে পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।

বার্তা সংস্থা ইকনা: ব্রিটেনের শিক্ষামূলক পরীক্ষার আয়োজক জয়েন্ট কাউন্সিল ঘোষণা করেছে: ২০১৬ সালে পরীক্ষার সময়সূচী পরিবর্তনের বিষয় নিয়ে কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করেছে। এ সকল মিডিয়া বলেছে, আগামী গ্রীষ্মকালে মুসলমানদের রমজান মাস উপলক্ষে পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হবে।

এই কাউন্সিল ঘোষণা করেছে: ২০১৬ সালে গ্রীষ্ম কালীন পরীক্ষার সময়সূচী এক বছর পূর্বে নির্ধারণ করা হয়েছে এবং এ সময়সূচীর কোন পরিবর্তন হবে না।

কাউন্সিল আরও ঘোষণা করেছে, শিক্ষার্থীদের কল্যাণের জন্য মাঝেমধ্যে কিছু সিস্টেমের পরিবর্তন আনা হয়। তবে বিভিন্ন বৃহৎ ও জটিল সমস্যার দরুন এ সিস্টেম পরিবর্তন করা সম্ভব নয়। তবে পরীক্ষা বিষয়ক কাউন্সিলার সকল শিক্ষার্থীদের সাথে ন্যায্য আচরণ করবে।

গত বছর মুসলিম শিক্ষার্থীদের সুবিধার জন্য রমজান মাস উপলক্ষে পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছিল। তবে আগামী দুই বছর ব্রিটেনের শিক্ষার্থীদের রমজান মাসেই পরীক্ষা দিতে হবে।

http://iqna.ir/fa/news/3465729


captcha