ইমাম হোসাইন (আ.)এর মাযারের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কারবালায় হামলা করার উদ্দেশ্যে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বেশ কয়েকজন সদস্য বহু সংখ্যক বোম নিয়ে কারবালা শহরে প্রবেশ করতে চেয়েছিল। ‘আলী আকবার’ নামক সৈন্যদলের অন্তর্গত ‘হাবিব বিন মাজাহের আসাদী’ সৈন্যদলে সদস্যরা সন্ত্রাসীদের হামলাকে ব্যর্থ করে তাদেরকে গ্রেফতার করে।
‘হাবিব বিন মাজাহের আসাদী’ সৈন্যদলে কমান্ডর মাহের ইয়াদ বলেন: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যদের নিকট হতে চার বিস্ফোরক বেল্ট, চার ডেটোনেটর,30 মোবাইল ফোন, 15 ছোট বিস্ফোরকের ১৫টি বাক্স, বড় বিস্ফোরকের ১৭টি বাক্স ২৬টি লইট বিস্ফোরক লাইটার জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন: কারবালায় হামলা করার উদ্দেশ্যে সায়িদ সালিম ও বেলাল তুর্কি নামের দুই সন্ত্রাসী এ সকল বিস্ফোরক দ্রাবক নিয়ে কারবালা শহরে প্রবেশ করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়।