IQNA

আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহেদি কেরমানি

হজ বিষয়ে সৌদি সরকার হয়রানিমূলক আচরণ করছে

18:33 - April 22, 2016
1
সংবাদ: 2600651
আন্তর্জাতিক ডেস্ক: হজ বিষয়ে সৌদি সরকারের হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেছেন, মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থেই এসব করছে সৌদি সরকার। সৌদি সরকারের এইসব তৎপরতা ইসলাম ও কুরআনের বিরোধী এবং এসব আচরণ সৌদি সরকারের জন্য অশুভ পরিণতি বয়ে আনবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আজ তেহরানের জুমা নামাজের খুতবায় এ মন্তব্য করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহেদি কেরমানি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক হয়রানিমূলক পদক্ষেপগুলো পরমাণু সমঝোতার লঙ্ঘন।

ইরানের ২০০ কোটি ডলার আটকে দেয়া সংক্রান্ত একটি মার্কিন আদালতের রায়ের কথা তুলে ধরে আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহেদি কেরমানি বলেছেন, এই পদক্ষেপ থেকে বোঝা যায় মার্কিন সরকার তার অঙ্গীকার পূরণে আগ্রহী ছিল না এবং কখনও এই সরকারকে বিশ্বাস করা যায় না।

তিনি ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে পশ্চিমা সরকারগুলোর, বিশেষ করে মার্কিন সরকারের সাম্প্রতিক হৈচৈয়ের কথা তুলে ধরে বলেছেন, ওয়াশিংটন এমন সময় ইরানের প্রতিরক্ষা শক্তির বিরোধিতা করছে যখন মার্কিন অস্ত্র ভাণ্ডারে রয়েছে সবচেয়ে বিপজ্জনক গণ-বিধ্বংসী অস্ত্র।

তিনি আরও বলেছেন, সৌদি বাহিনী ইয়েমেনের নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করছে, অথচ এই সৌদি বাহিনীকে অতি-আধুনিক অস্ত্র দিচ্ছে মার্কিন সরকার।

মার্কিন চাপ সত্ত্বেও ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে এবং নিষেধাজ্ঞা ও হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

আয়াতুল্লাহ মুহাম্মাদ আলী মুওয়াহেদি কেরমানি আমিরুল মু’মিনিন হযরত আলীর (আ) পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আলী (আ) উদারতা ও মহানুভবতার আদর্শ এবং ইসলামের শত্রু ও মুশরিকদের মোকাবেলায় সাহসিকতার প্রতীক।#

iqna


প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
wedqytxs
0
0
20
captcha